প্রকৃত উন্নয়ন

ধরুন আপনি হিসাব করে দেখলেন আপনার যাকাত এসেছে ১৫ হাজার টাকা। আর ইনকাম ট্যাক্স এসেছে ২০ হাজার টাকা।

মালয়শিয়ায় যা হয় - আপনার যাকাত আদায় হবার পর বাকি যে ৫ হাজার টাকা বাকি থাকবে সেটা ট্যাক্স হিসেবে দিলেই চলবে। আর যাকাতের টাকাও সরকারীভাবে সংগ্রহ করা হবে।
বাংলাদেশে যা হয়-
প্রথমত: এদেশের অধিকাংশ মানুষ যাকাতের হিসাবই করে না। ফলে দেখা যায় ইচ্ছেমত একটা হিসেব করে যাকাত দিয়ে দেয় (ধরুণ ১৫ হাজারের বদলে ৩ হাজার টাকা)। অনেকে আবার যাকাতকে জরিমানা মনে করে কোন টাকাই দেয় না।
দ্বিতীয়ত: এরা ট্যাক্সও দিতে চায় না। ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য নানারকম ফন্দি-ফিকির করে। অনেকে অডিটর নিয়োগ করে ২০ হাজার টাকার ট্যাক্স ২ হাজার টাকায় নামিয়ে আনে। আবার একদল বলে সরকার ভাল না, কোন সেবাই পাই না, তাই ট্যাক্স দিব না।
আপনারাই বলুন, কোন দেশের প্রকৃত উন্নয়ন হওয়ার কথা (প্রকৃত উন্নয়নের কথা বলছি, যেখানে ধনী-দরিদ্রের মাঝে ব্যবধান কম থাকবে, মেগা প্রকল্পের কথা বলে উন্নয়নের ধোঁয়া তোলা হবে না)।

Comments