সোশাল মিডিয়া

 Saa'd Musannaমিম্বার (Minbar)

সোশাল মিডিয়া আমাদের ইদরাকী ক্ষমতাকে হত্যা করে মানুষকে তিনটি রোগের মুখোমুখী করেছে, এই তিনটি রোগই আসক্তির পর্যায়ের। যুগের গাজালী নামে পরিচিতি লাভকারী মরক্কোর প্রখ্যাত আলেম ও দার্শনিক
ডঃ ত্বহা আব্দুর রহমানের ভাষায় বললে এই রোগ তিনটি হল; তাফাররুজতাজাসসুস এবং তাকাশশুফ

• তাফাররুজ হল; দেখা, দর্শন করা এবং তাকানোর আসক্তি।

সকল কিছুকে একটি সুরতের মধ্যে নামিয়ে নিয়ে আসা এবং একটি দৃশ্য হিসেবে দেখার একটি বিকৃত অভ্যাস। মুশাহাদা আর তাফাররুজ দুইটি ভিন্ন বিষয়। একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই। তাফাররুজ মহাবিশ্ব, সৃষ্টিজগত এবং হাকীকতের শাহিদ মানুষকে সুরত, আকার এবং চিত্রের দর্শককে পরিণত করে দেয়। তাফাররুজের মাধ্যমে শুধুমাত্র ফায়দা লাভ করা যায়, উপকৃত হওয়া যায়, কামনাকে সন্তুষ্ট করার জন্য মানুষ দেখে থাকে, আর এই দেখা মানুষকে হেডোনিজমের দিকে নিয়ে যায়।
ভিজ্যুয়াল ইদরাকের আধিপত্যের কারণে মানুষ যেন স্ক্রিনের একজন ছাত্রে পরিণত হয়। মিহরাবের সামনে একজন আবিদে পরিণত হয়। এমন এক ধরণের দর্শক তৈরি হয়েছে যে যারা আকলকে চোখের পর্যায়ে নামিয়ে নিয়ে আসে আর চোখকে রূপান্তরিত করে স্পর্শকৃত হাতে। হালাল ও হারামের মধ্যে পার্থক্য করা তো দূরে থাকুক সকল কিছুর উপরে সে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আমাদের রব “لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِه۪ٓ / সাবধান তুমি তোমার দুই চোখ দুনিয়াবী বিষয়ে মত্ত রেখো না” । এই কথা বলে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছে।

• তাজাসসুস হল অন্যের গোপন বিষয় সমূহকে অনুসন্ধান করার রোগ।

অন্যের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানার আগ্রহের নাম। অন্যের ব্যক্তিগত ও বিশেষ অবস্থা সমূহকে খুঁজে বের করার প্রবল ইচ্ছার নাম। স্ক্রিন সভ্যতার যুগের প্রতিটি ব্যক্তিই তাজাসসুস নামক রোগে আজ আক্রান্ত হচ্ছে। “وَلَا تَجَسَّسُوا / গোপন বিষয় সমূহের অনুসন্ধান করো না” এই আয়াত থাকার পরে আজকে মানুষ এই কাজ করছে। সবাই আজ সকলকে পর্যবেক্ষণ করছে। অন্যের ব্যক্তিগত ও গোপন বিষয়ে প্রবেশ করে তার সকল গোপন ও ব্যক্তিগত বিষয়কে হস্তগত করার চেষ্টা করছে। গোপনীয়তার মূলোৎপাটন করা যেন আজ তাদের লক্ষ্যে পরিণত হয়েছে। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে ও মহাবিশ্বে যা কিছু আছে তার সকল কিছুকেই মানুষ আজ জানতে চায়। এই পন্থা অবলম্বন করে সে সকল কিছুকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। স্ক্রিন সভ্যতার যুগে মানুষ যেন আল্লাহর গুণাবলির সাথে প্রতিযোগীতা করে সমগ্র দুনিয়ার তথ্যকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছে। (নাউযুবিল্লাহ) মানুষ আজ রাকিব (সকল কিছুকে অবলোকনকারী), খাবির ( সকল কিছু সম্পর্কে খবরদার), আলিম ( সকল কিছু সম্পর্কে জ্ঞাত) হতে চায়।

• তৃতীয় রোগ হল তাকাশশুফ । অর্থাৎ অন্যকে দেখানোর রোগ।

তাকাশশুফ, তাফাররুজের বিপরীত। অর্থাৎ দেখা নয় অন্যকে দেখানোর প্রবল বাসনা। সব সময় নিজেকে অন্যের সামনে তুলে ধরার ইচ্ছা। স্ক্রিনে নিজেকে চেহারা দেখার প্রবল বাসনা। ভালো ও মন্দের মধ্যে কোন ধরণের পার্থক্য না করে নিজের সকল কর্মকে সকল মানুষকে দেখানোর ইচ্ছা। এই রকম করার কারণে কুৎসিত, কদাকার, নোংরা এবং খারাপ বিষয় সমূহ সমাজের কাছে স্বাভাবিক হয়ে যায়। রাসূল (সঃ) একটি হাদীসে বলেন, “كل أمتى معافا إلا ألمجاهرين / আমার উম্মতের সকল গুনাহকে ক্ষমা করা হবে তবে যারা মুজাহির তাদের গুনাহ ছাড়া”। মুহাজির হল, যারা নিজেদের কৃত খারাপ ও নোংরা কাজ সমূহকে সকলের মাঝে প্রচার করে।
'বিশ্বব্যাপী আখলাকী সংকট' বই থেকে
প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ
(উম্মাহর প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও উসূলবিদ)

Comments